Search Suggest

গুগল ওয়েব স্টোরিজ জন্য ফ্রি থিম | Free Themes for Web Stories

Table of Contents

 আপনি যদি না জানেন গুগল ওয়েব স্টোরিজ এর জন্য গুগল  কোন কোন টেম্পলেট (থিম) ব্লগার বা ওয়ার্ডপ্রেস এর জন্য রেকমেন্ড করেছে তা আপনার  জন্য জানা খুব জরুরি কারণ এই টেম্পলেট (Themes) গুলি ছাড়া আপনার Web-Stories   গুলি গুগল ডিসকভার এ আনা প্রায় অসম্ভব।

সবার প্রথম Themes কোনটি সেটি জেনেনেই। 

#No ১ ASTRA 

প্রথম থিমস (টেম্পলেট) ASTRA , গুগল নিজেই এই থিম কে রেকমেন্ড  করেছে। আপনারা যারা ওয়ার্ডপ্রেস ইউসার সবাই জানেন যে খুব সুন্দর একটি থিম আর এটির ফ্রি আর প্রিমিয়াম ভার্সন আছে.আপনি যদি এটির প্রো বৈশিষ্ট ব্যবহার করতে চান তাহলে তাহলে এটির প্রো Ad -ওয়ান নিতে পারেন। 

ওয়ার্ডপ্রেস  এর সাথে সাথে আমি ব্লগার এর থিম  সম্পর্কে বলতে যাবো।  এখন আমরা চলুন দ্বিতীয় থিম সম্পর্কে। 


# No ২ NEVE

গুলগে ওয়েব স্টোরি তে এই থিম টিও বেশ ভূমিকা রাখে। কারণ গুগল এই থিম টিকে রেকমেন্ড করেছে আপনি  যদি গুগল ওয়েব স্টোরি পাবলিশ পাবলিশ করতে চান এবং আপনি ওয়ার্ডপ্রেস ইউসার হন তাহলে এই NEVE Theme টি নিতেই হবে। ইয়া থিম টিও আপনি ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। আমি যতগুলি থিম এর কথা বলবো সবগুলোর FREE আর PRO ভার্সন আছে। 


আমাদের তৃতিয় Theme টি হলো Newspack  আমি যত গুলি থিমের কথা বলবো সবগুলি Amp কে সাপোর্ট করে। আপনি যদি গুগল ওয়েব স্টোরি বানাতেচান তাহলে আপনার টি Theme Amp সাপোর্ট হতে হবেনতুবা আপনার গুগল ওয়েবস্টোরি কোনো মনে হবে না। গুগল না এই তিন টি theme কে ওয়েব স্টোরি জন্য রেকমেন্ড করেছে। কিন্তু আর একটি থিম রেকমেন্ড করবো.

সর্ব শেষ কিন্তু আমাদের লিস্টে নেই সেটি হলো GeneratePress ওয়ার্ডপ্রেস থিম। এই থিম গুলি গুগল  recomend করেছে  কিন্তু ব্লগার এয়ার জন্য কোনো টেম্পলেট বা Themes recomend  করিনি। আমি ব্লগার থিমনিয়ে  নিয়ে বেশ কিছু পোস্ট করেছি।  তার থেকে সবথেকে  লোডিং স্পিড First সেটি আপনি ব্যবহার করতে পারেন। 




Post a Comment