Search Suggest

Posts

কিভাবে অ্যান্ড্রয়েড থেকে বুটেবল পেনড্রাইভ তৈরি করবেন "Ventoy" মোবাইল অ্যাপ দিয়ে বুটেবল পেনড্রাইভ তৈরি করুন

Table of Contents

 যদি আপনার আমার মত একটি পিসি বা laptop থেকে থাকে আর যদি সেটির os কোনো কারনে croupt হয়ে থাকে বা আপনি নতুন Windows / Linux অথবা যেকোনো os এর iso install করতে চান খুব সহজে । আর আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া কোনো উপায় নেই, তাহলে আপনি ইন্টারনেট এর সবথকে বেস্ট পোস্ট এ এসেছেন। এখন bootable USB তৈরি করার জন্যে কিকি অবশ্যই লাগবে তা হল।1. এক্টিভ ইন্টারনেট connection.২.windows Linux iso ফাইল।3.usb ওটিজি ( type c / micro usb যেমন আপনার ফোনে সাপোর্ট করে )সঙ্গে মিনিমাম 8gb পেনড্রাইভ.৪.একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার যেটি নাম Ventoy । 5।. একটি বুদ্ধিমান মন।

কিভাবে অ্যান্ড্রয়েড থেকে বুটেবল পেনড্রাইভ তৈরি করবেন  "Ventoy" মোবাইল অ্যাপ দিয়ে বুটেবল পেনড্রাইভ তৈরি করুন
কিভাবে অ্যান্ড্রয়েড থেকে বুটেবল পেনড্রাইভ তৈরি করবেন "Ventoy" মোবাইল অ্যাপ দিয়ে বুটেবল পেনড্রাইভ তৈরি করুন


স্বাগত Droidnur123 এর পোস্ট এ আমার নাম Droidnur এখন আমি খুব সহজে দেখাবো কিভাবে Ventoy অ্যাপ ব্যবহার করে সহজে bootable USB flash drive তৈরী করবেন। আগেই আপনাকে বলেরাখি ইউটিউব বা ওয়েবসাইটে এ আপনি EtchDroid অ্যাপ নিয়ে অনেক Touturial পাবেন। কিন্তু দুঃখের বিষয় আমার ক্ষেত্রে Linux এটি দিয়ে সহজে bootable হয়ে যাচ্ছে কিন্তু windows bootable USB তৈরি করার পর আমার ল্যাপটপ এ ডিটেক্ট করছে না হয়তো পুরনো ল্যাপটপ এর কারণে। যায় হোক এটি নতুন পুরনো দুটো ক্ষেতে কাজ হবে।


Ventoy কি? 


Ventoy হল ISO/WIM/IMG/VHD(x)/EFI ফাইলগুলির জন্য বুটযোগ্য USB ড্রাইভ তৈরি করার জন্য খুব সোজা এবং অতি প্রজিয়ন একটি ওপেন সোর্স টুল।

  ventoy এর সাথে, আপনাকে বারবার ডিস্ক ফরম্যাট করতে হবে না, আপনাকে শুধু USB ড্রাইভে ISO/WIM/IMG/VHD(x)/EFI ফাইলগুলি কপি করতে হবে এবং সেগুলিকে সরাসরি বুট করতে হবে৷

  আপনি একবারে অনেকগুলি ফাইল কপি করতে পারেন এবং সেগুলি নির্বাচন করার জন্য ventoy আপনাকে একটি বুট মেনু দেবে (স্ক্রিনশট)।

  এছাড়াও আপনি স্থানীয় ডিস্কগুলিতে ISO/WIM/IMG/VHD(x)/EFI ফাইলগুলি ব্রাউজ করতে পারেন এবং সেগুলি বুট করতে পারেন৷

  x86 Legacy BIOS, IA32 UEFI, x86_64 UEFI, ARM64 UEFI এবং MIPS64EL UEFI একই ভাবে সমর্থিত।

  বেশিরভাগ ধরনের OS সমর্থিত (Windows/WinPE/Linux/ChromeOS/Unix/VMware/Xen...)

  940+ ছবি ফাইল পরীক্ষা করা হয়েছে (তালিকা),     90%+ distros distrowatch.com সমর্থিত (বিস্তারিত),


ভেনটয় ব্রাউজার কি?


  Ventoy-এর মাধ্যমে আপনি স্থানীয় ডিস্কে ISO/WIM/IMG/VHD(x)/EFI ফাইলগুলিও ব্রাউজ করতে পারেন এবং সেগুলি বুট করতে পারেন। মন্তব্য


  ভেনটয় প্লাগসন কি?


  VentoyPlugson হল Ventoy প্লাগইন কনফিগারেশনের জন্য একটি GUI টুল।


  কেনো আমরা Ventoy ব্যাবহার করবো?


  100% ওপেন সোর্স (লাইসেন্স)


  ব্যবহার করা খুবই সহজ (শুরু করুন)


  দ্রুত (শুধুমাত্র iso ফাইল কপি করার গতি দ্বারা সীমিত)


  USB/স্থানীয় ডিস্ক অথবা SSD/NVMe/SD কার্ডে ইনস্টল করা যেতে পারে খুব সহজে।


  ISO/WIM/IMG/VHD(x)/EFI ফাইল থেকে খুব সহজে ইএক ক্লিকে সরাসরি বুট করুন, কোনো নিষ্কাশনের প্রয়োজন নেই


  স্থানীয় ডিস্ক নোটে ISO/WIM/IMG/VHD(x)/EFI ফাইল ব্রাউজ এবং বুট করার জন্য সমর্থন


  ISO/WIM/IMG/VHD(x)/EFI ফাইলগুলির জন্য ডিস্কে অবিচ্ছিন্ন থাকার দরকার নেই


  এখন MBR এবং GPT পার্টিশন শৈলী উভয়ই সমর্থিত


  বর্তমানে x86 Legacy BIOS, IA32 UEFI, x86_64 UEFI, ARM64 UEFI, MIPS64EL UEFI সমর্থিত


  IA32/x86_64 UEFI সিকিউর বুট সমর্থিত নোট


  অধ্যবসায় সমর্থিত নোট


  Windows স্বয়ংক্রিয় ইনস্টলেশন সমর্থিত নোট


  RHEL7/8/CentOS7/8/SUSE/Ubuntu সার্ভার... স্বয়ংক্রিয় ইনস্টলেশন সমর্থিত নোট


  FAT32/exFAT/NTFS/UDF/XFS/Ext2(3)(4) প্রধান পার্টিশনের জন্য সমর্থিত


  4GB এর চেয়ে বড় ISO ফাইল সমর্থিত খুব সহজে


  উত্তরাধিকার এবং UEFI এর জন্য নেটিভ বুট মেনু শৈলী


  বেশিরভাগ OS সমর্থিত, 940+ iso ফাইল পরীক্ষিত


  Linux vDisk(vhd/vdi/raw...) বুট সমাধান নোট


  শুধুমাত্র বুট নয়, সম্পূর্ণ ইনস্টলেশন প্রক্রিয়াও


  লিস্টভিউ এবং ট্রিভিউ মোড নোটের মধ্যে মেনু ডায়নামিকভাবে পরিবর্তন করা যায়


  "Ventoy সামঞ্জস্যপূর্ণ" ধারণা


  প্লাগইন ফ্রেমওয়ার্ক এবং GUI প্লাগইন কনফিগারার


  রানটাইম পরিবেশে ইনজেকশন ফাইল


  বুট কনফিগারেশন ফাইল গতিশীলভাবে প্রতিস্থাপন


  অত্যন্ত কাস্টমাইজযোগ্য থিম এবং মেনু শৈলী


  এখন USB ড্রাইভ লেখা-সুরক্ষিত সমর্থন


  ইউএসবি স্বাভাবিক ব্যবহার প্রভাবিত হয় না


  সংস্করণ আপগ্রেডের সময় ডেটা ননডেস্ট্রাকটিভ


  একটি নতুন ডিস্ট্রো প্রকাশিত হলে Ventoy আপডেট করার দরকার নেই


 


  যোগাযোগ


  আপনি ফোরামে সাধারণ ভেনটয় সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন।


কিভাবে Vantoy অ্যাপ ব্যবহার করবেন?


আজকে আমরা শুধু মাত্র মোবাইল অ্যাপ সম্পর্কে বলবো ডেস্কটপ exe এর জন্য এখানে পড়ুন। এখন otg এর সাহায্য sd card/ Pendrive ফোনের সঙ্গে connect করুন এবং otg connection টি সক্রিয় করুন। ( সেটিং খুলে otg লিখে সা্চ করে সক্রিয় করুন)।প্রথমে Ventoy অ্যাপ ডাউলোড করে তারপর ওপেন করুন ( মনে রাখবেন অ্যাপটি ওপেন করে কাজ করার মাজখানে আপনার ইন্টারনেট সংযোগ থাকা অতি প্রয়োজনীয় ) এখন যে parmision গুলি চাইবে সেটি/সেগুলি approve দিয়ে দিন। তারপর আপনি বেশকিছু অপশন / তথ্য দেখতে পাবেন যেমন install Ventoy, Ventoy in package মানে বর্তমান উপলব্ধ version টি। Ventoy in device আপনার pendrive এর নাম। এবং MBR ও GPT এর অপশন. ( MBR ও GPT কি জানতে এখানে পড়ুন) । এখন ইনস্টল Ventoy তে ক্লিক করে অপেক্ষা করুণ । এবং সব শেষে নিচে ডান দিকে copy আইকন এ ক্লিক করুন। এবং এখন থেকে iso ফাইল টি select করুন। এবং কপি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনে ফোনের ক্ষমতা অনুযায়ী সময় লাগতে পারে।


কিভাবে Ventoy bootable USB থেকে বুট করবেন?


পক্রিয়া শেষ হওয়ার পর হয়তো আপনার ইউএসবি টি ফরম্যাট করতে বলবে বা সাপোর্ট করবেন সমস্যা নেই পরবর্তী ধাপে চলুন। এখন বুট করার পালা তো বুট করা সবথেকে সহজ। প্রথমে আপনার তৈরি bootable usb টি ইউএসবি পোর্ট এ ঢোকান। তো তারজন্য আপনাকে BIOS সেটিং এ যেতে হবে। তো তার জন্য F2,F10,F12 key চাপতে হবে আপনার key কোনটি সেটি চেপে বায়োস এ যান। তারপর বুট prioty থেকে ইউএসবি কে select করুণ। সেকেন্ড number এ ইন্টার্নাল হার্ডডিস্ক সিলেক্ট করে এবং ফার্স্ট বুট টি বন্ধ করে F10 / saved করে রিবুট করে দেখুন আপনার বুটেবল ইউএসবি টি সম্পূর্ণ তৈরি এবং আপনাকে os select করতে বলছে।আপনার os টি সিলেক্ট করে এন্টার চাপলে সেটি ইনস্টল বা run করবে।


শেষ কথা:

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় দিয়ে শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই রকম নতুন নতুন মজাদার তথ্য জানতে আমাদের সাইট টিকে বুকমার্ক করতে ভুলবেন না। আর হা একটা অনুরোধ কমেন্ট করে আপনার বন্ধু/ পরিবারের সঙ্গে share করুন। Thanks!




Post a Comment