2022 শুরু গেয়েছে আর সবাই কোন নতুন টপিক এর উপর ব্লগ লেখা যাই তাই ভাবছে সেটা ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস যেকোনো একটি বেছে নিতে পারে। আজ আমি দুটি খুব ভালো নিচ এর কথা বলবো যেটি নিয়ে কাজ করলে আপনি ২০২২ তে খুব ভালো রেজাল্ট পেতে পারেন। আর একবার আপনাকে dn১২৩ ব্লগ এ স্বাগতম।
সবার প্রথম নিচ হলো
হাউ to কীওয়ার্ড ডিফিকালিটি এটির সুপার হার্ড। কিন্তু আমি আপনাকে কিচু টিপস বলবো যাতেকরে আপনি কীওয়ার্ড টি থেকে ম্যাক্সিমাম ট্রাফিক পেতেপারেন। কারণ হাউ টু এর উপর গুগলের উপরে সার্চের সংখ্যা বেড়ে চলেছে।
হাউ টু কীওয়ার্ড ১৪৩ মিলিয়ন ট্রাফিক এবং লক্ষ্য এর উপর সার্চ হয়।
কিন্তু কিছুকিছু কীওয়ার্ড এর ডিফিকালিটি হাই তাই কারণে আমরা কীওয়ার্ড ডিফিকালিটি ১৫ এর নিচে কীওয়ার্ড ব্যবহার করবো। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি যদি নিউ ব্লগার হন তাহলে KD ( কীওয়ার্ড ডিফিকালিটি ) ১৫ আপনি যদি অ্যাডভান্স হন তাহলে ২০ আর যদি এক্সপার্ট হন তাহলে ২০ এর বেশি kd নিয়ে কাজ করতে পারেন।
কিন্তু আপনি যদি ফিগ ২ এ নোটিশ করেন তাহলে দেখতে পাবেন কীওয়ার্ড ডিফিকালিটি ১৫
#১ how to vote #india
#২ how to join indian army
#৩ how to check jio balance
#৪ how to hack whatsapp
তো ফার্স্ট কীওয়ার্ড টি তে ট্রাফিক হলো ৪ মিলিয়ন সিপিসি nil . কিন্তু সিপিসি নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ আপনার শটে এ ৪মিলিয়ন ট্রাফিক না এলেও কিছু শতকরা ট্রাফিক যদি আসে এবং ইম্প্রেশন এডিস এ ক্লিক করে তার সিপিসি গুগল আপনাকে অবশই দেবে।
পরের নিচের টি হলো হলো top১০ কীওয়ার্ড ডেফিসিয়ালিটি সুপারহেয়ার্ড ৯৩ রেকডিং টু ahref . এটির উপর কীওয়ার্ড আইডিয়া ১লাখ ৮৪ হাজার ট্রাফিক যার উপর ৭.৫ মিলিয়ন ট্রাফিক।
যাইহোক ২.৭মিলিয়ন ট্রাফিক ১৫ হাজার ৫০০ শত ট্রাফিক কীওয়ার্ড এমন আছে যার kd ১৫ এর নিচে। কত মানুষ আছে যারা ১০ -১২ কীওয়ার্ড এয়ার উপর পর পুরো মাইক্রো নিচ ওয়েবসাইট রেডি করে দেয়। আর এখানে তো ১৫হাজার ৫০০ শত কীওয়ার্ড আছে। তো আপনি নিজেই ভাবতে পারেন।
#১ top 10 mobile under 15000
#২ top 10 direct selling company in india
# top 10 indian bikes