স্বাগতম আমাদের নতুন dn ১২৩ এ আজ আমরা জানবো কিভাবে খুব সহজে নুতুন নতুন ব্লগ টপিক খুঁজবো। অনেক সময় এমন হয় যে ব্লগ লেখার টপিক নিয়ে সমস্যা হয় কোন টপিক নিয়ে লিখবো আদেও তাতে আমার ফায়দা হবে কিনা। যে প্রসেস এর কথা আমি বলছি এটা হয়তো অনেক কম লোকেই জানে যেমন প্রায় NEWS Websites ট্রেন্ডিংস টপিক গুলি কভার করে থাকে তো আপনি যদি ওই ট্রেন্ডিং টপিক নিয়ে বপোস্ট লিখে published করেন তাহলে অনেক বেশি সম্ভবনা থাকে পোস্ট তাড়াতাড়ি ইনডেক্স হওয়ার। তো আসুন জেনে নেই কিভাবে পাবো কীওয়ার্ড তো তার জন্য
প্রথমে গুগল খুলে (গুগল ট্রেন্ডস )এখান থেকেও যেতে পারেন ) খুলুন টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করে নিচে স্ক্রল করলে এখানে কিছু রিসেন্টলি ট্রেন্ডিং টপিক পেতে পারেন যেটি নিয়ে আপনি চাইলে ব্লগ লিখতে পারেন। রিয়েল টাইম ট্যাব এ গিয়ে আপনি আপনার পছন্দের টপিক বেঁচে নিতে পারেন।
শুধু এই নয় আপনি আপনার পছেন্দের কীওয়ার্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারেন যেমন লাস্ট ১২ মাসে কেমন সার্চ হয়েছে। কোনকোন কান্ট্রি বা সিটি সে সার্চেস হচ্ছে। কাস্টম ক্যাটাগরি সম্পর্কে জানতে পারেন।